একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাপের কামড় চিকিৎসা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ।

0
93

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাপের কামড় চিকিৎসা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো । সাপকে না মেরে মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে এমনই এক বার্তা নিয়ে সোমবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মালদা জেলার সমসী এগ্রিল হাইস্কুলে।
সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের বক্তব্য, অনেক সময় সাপ কামড় দিলে আমরা ওঝা অথবা গুনিনদের কাছে যায়। সেই সব থেকে সচেতন হতে হবে সাধারণ মানুষকে। সাপে কামড়ালে সর্বপ্রথমে আমাদের যেটা করণীয় নিকটবর্তী হসপিটালে গিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া ।
এদিন ওই সংস্থার উদ্যোগে মালদা জেলার বিভিন্ন স্কুলে গিয়ে সচেতনামূলক এই শিবিরটি অনুষ্ঠিত হয়। দিনের পর দিন সাপের ছোবলে অনেক ব্যক্তি প্রাণ হারিয়েছে । এই সকল চিন্তা ভাবনা লক্ষ রেখে এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়।