নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- টানা চারদিনের অবিরাম বৃষ্টির কারণে দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের টাঙ্গন পুনর্ভবা এবং আত্রেয়ী নদীর জল নীচু এলাকা গুলিতে ঢুকতে শুরু করেছে।
টাঙ্গন এবং পুনর্ভবা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে বলে জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। টাউন নদীর জলে কুশমন্ডি এলাকার বেশ কিছু গ্রামের লোকজনকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে।
পাশাপাশি বালুরঘাটের আঁতকে নদীতে এখনো জল বিপদসীমা নিচে থাকলেও বিভিন্ন নিচু এলাকায় ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে।
বালুঘাট শহরের আত্রেয়ী কলনি এলাকায় এদিন সকাল থেকেই জল ঢুকতে শুরু করে। বাড়িঘর জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষজন।
বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, জলবন্দি মানুষের দ্রুত রিলিফের ব্যবস্থা নেওয়া দরকার বালুরঘাট পৌরসভার।
বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর দত্ত জানান, দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।