পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বর্ধমান শহরের একটি প্রতিষ্ঠিত নৃত্য সংস্থা প্রতিভা কাল চারাল সেন্টার। এই সংস্থার পক্ষ থেকে ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বছর আয়োজন করা হয়েছিল নৃত্য উৎসবের। যেটা শুধুমাত্র নাচের মধ্যে সীমাবদ্ধ না থেকে নাটক,পাপেট,তবলা তালে তালে সেজে উঠেছিল। সেই মর্মে এ বছরও আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৩ থেকে ২ রা অক্টোবর ২০২৩ বর্ধমান টাউনহলের মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে প্রতিভা কালচারাল সেন্টার এর পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের। এবছর নৃত্যানুষ্ঠানের পাশাপাশি থাকছে গান আবৃত্তি ও অঙ্কন প্রদর্শনী। সেই মর্মে আজ প্রতিভা কালচারার সেন্টারের পক্ষ থেকে বর্ধমানের পান্থশালাতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের যে বিশেষ আকর্ষণ সেগুলিকে তুলে ধরা হয়। এই সাংবাদিক বৈঠকে প্রতিভা কালচার সেন্টারের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেক সদস্য এবং সদস্যা বৃন্দ।