নিজস্ব সংবাদদাতা, মালদা—–হরিশ্চন্দ্রপুরে জল কাদাকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ছুটছেন কংগ্রেসের নেতৃত্বরা।তবে কেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক এই জল কাদায় হাঁটার কারণ।টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গ্রাম।দুয়ারে জল।গৃহহীন হয়ে পড়েছে একাধিক বাড়ি।পোকামাকড় ও বাড়ি ধ্বসে পড়ে যাওয়ার ভয়ে অন্যের বাড়িতে সপরিবারে আশ্রয় নিয়েছেন পরিবারগুলি।হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছী গ্রামের ঘটনা।জল কাদাকে উপেক্ষা করে আজ সোমবার সকালে জল যন্ত্রনায় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে দেখা করলেন মশালদহ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্বরা।যেমন কথা তেমন কাজ ঘন্টাখানেকের মধ্যে জল নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন
মশালদহ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নেতৃত্বরা।পাম্প মেশিন বসিয়ে জল বার করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন।
এতে প্রচন্ড খুশি এলাকার মানুষজন।
এদিন পরিদর্শনে ছিলেন মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী খলিলুর রহমান ও রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ স্থানীয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা।
মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন এর স্বামী খলিলুর রহমান জানান,অতি বৃষ্টির জেরে প্রায় ৫০ টি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে।জল নিকাশের কোনো ব্যবস্থা না থাকায় পাম্প মেশিন লাগিয়ে জল বার করার কাজ শুরু করেছে।পরবর্তি কালে পঞ্চায়েতের পক্ষ থেকে জল নিকাশের জন্য হাই ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।