পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোজগার মেলার মাধ্যমে দেশের বেকার কর্মপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। তাদের উদ্দেশে বক্তব্যও রাখেন শ্রী মোদি। দেশ জুড়ে মোট ৪৬টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আই আই টি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এইরকম একটি রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। এই রোজগার মেলায় ভারত সরকারের মহিলা ও শিশুকল্যান মন্ত্রকের মন্ত্রী প্রতীমা ভৌমিক, স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যের পোস্ট মাস্টার জেনারেল শশীশালীনি কুজুর উপস্থিত থেকে ১৯৫জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। ডাক বিভাগ,পরমাণু শক্তি, রাজস্ব, উচ্চ শিক্ষা এবং প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তরা যোগ দেবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নে রোজগার মেলার আয়োজন করা হয়ে থাকে।