নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গণেশ পুজোর ভাসান দেখতে গিয়ে সর্বশান্ত শান্তিপুরের এক ব্যবসায়ী। বাড়ি ফাঁকা থাকার সুযোগ কে কাজে লাগিয়ে বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিলো চোরেরা। চুরির বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের সুকান্ত পল্লী এলাকায়। সূত্রের খবর, শান্তিপুর পুরসভার সুকান্ত পল্লী এলাকার বাদিন্দা প্রবীর বিশ্বাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতে আনুমানিক সাড়ে 9 টা নাগাদ তার পরিবারের সদস্যদের নিয়ে পাড়ার গণেশ পুজোর বিসর্জন দেখতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় বাড়ী ফাঁকা থাকতে দেখে কিছু দুষ্কৃতীরা বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে ঘরের আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয়। রাতে আনুমানিক সাড়ে 11 টা নাগাদ বাড়ী ফিরে বিষয়টি দেখতে পায় ওই ব্যবসায়ীর মা। জনবহুল এলাকায় এমন একটি চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।