বালুরঘাটের কৃতি সন্তান স্বাধীনতা সংগ্রামী মহারাজ বোস এখন জলের তলায়! সৌজন্যে বালুরঘাট পৌরসভা।

0
138

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের কৃতি সন্তান স্বাধীনতা সংগ্রামী মহারাজ বোস এখন জলের তলায়! সৌজন্যে বালুরঘাট পৌরসভা। অভিযোগ বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলরের। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট বালুরঘাট ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস ঘাটে তৈরি করা হয়েছে বালুরঘাট শহরের কৃতি সন্তান মহারাজ বোস নামাংকৃত একটি পার্ক। উদ্বোধনের আগেই সেই পার্ক আত্রাই নদীর জলে ডুবলো। এই নিয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে স্থানীয় মানুষ কিংবা বালুরঘাটের শিক্ষাবিদ প্রত্যেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল পৌরসভার বিরুদ্ধে । তাদের অভিযোগ লক্ষ লক্ষ টাকা ব্যয় এই পার্ক তৈরি হলেও উদ্বোধন না হওয়ার আগেই আত্রাই নদীর জলে ডুবে গেছে সেই পার্ক। চারদিনের প্রবল বর্ষার কারণে হটাৎ আত্রাই নদীতে জল বেড়ে যায় । পৌরসভার দূরদর্শিতার অভাবেই এই পার্কের বেহাল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় মানুষ এবং কাউন্সিলর এর আরো বক্তব্য এই পার্ক এই স্থানে তৈরি না করে সেই অর্থ দিয়ে যদি পৌরসভা একটি ফ্লাড সেন্টার তৈরি করত তাহলে এলাকার মানুষ উপকৃত হতো। কারন প্রতি বছর ওই পার্কের পার্শ্ববর্তী আত্রাই কলোনি আত্রাই নদীর জলে ডুবে যায়। ওই কলোনি ডুবে যাওয়ার পরে ওখানকার মানুষদের উদ্ধার করে প্রায় এক কিলোমিটার দূরে সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও এই বিষয় শিক্ষাবিদ নবকুমার দাস তিনি জানান বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী মহারাজ বোসের নাম করণ করা পার্ক তৈরি করার জন্য পৌরসভা ভালো উদ্যোগ নিলেও কিন্তু তার স্থান নির্ধারণ করা একদমই সঠিক নয়। কারন বালুরঘাটের কৃতি সন্তান মহারাজ বোস এখন জলের তলায়। নদীর পার্শে নবনির্মিত পার্কটি প্রতিবছর জলে ডোবে আর সেই কারণে পৌরসভার এই অর্থ ব্যায় দূরদর্শিতার অভাব ছাড়া আর কিছুনা বলে জানান স্থানীয়রা। আর এই নিয়েই বালুরঘাটের রাজনীতি সরগরম হয়ে উঠেছে।