কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ভুয়ো চিকিৎসকের হদিস মেলার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে কোচবিহারে। মঙ্গলবার শহরের ধর্মতলা এলাকায় ওই ‘ভুয়ো’ চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও রোগীরা। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত রতনচন্দ্র সরকার শহরের ১ নম্বর ওয়ার্ডের মান্টু দাস গুপ্ত পল্লীর বাসিন্দা। কয়েকমাস ধরে তিনি ধর্মতলা এলাকায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। তার প্রেসক্রিপশনে নিউরো ফিজিশিয়ান, এমবিবিএস, এমডি (এইমস) লেখা রয়েছে। দালাল মারফত বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে এসে তাঁদের ভুল চিকিৎসা ও প্রচুর পরিমাণে টেস্ট, ওষুধ লিখে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে অসম থেকে আসা রোগীরাই তার টার্গেট ছিল।
এদিন অসম থেকে আসা এক রোগীর পরিবারে অভিযোগ, মাথা ব্যাথা, শরীর ব্যাথা নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন। তারপর বাড়ি থেকে কোচবিহারে এসে টোটো চালকের খপ্পরে পরে রতন সরকারের কাছে আসি। তারপর ডাক্তার দেখানোর পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ভিজিট ও মেডিসিন সহ প্রায় ১০৭০০ টাকা বিল নেয়। কিন্তু সেই ঔষধ খেয়ে কোন কাজ হয় নি। বরং ওই ঔষধ খেয়ে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আজ আবার আসি, সেই নিয়ে চিকিৎসকের সাথে কথা বলি। তারপর স্থানীয় কাউন্সিলার আসলেই তাকে বিষয়টি জানান হয়। পড়ে জানতে পারি ওই চিকিৎসক ভুয়ো। তাই আমি চাই, আমি ঠকেছি, যাতে আর কেউ না ঠকে।
এদিন এবিষয়ে স্থানীয় কাউন্সিলার শুভ্রাংশু সাহা জানান, আমি বেশ কিছু দিন ধরে জানতে পারি আমাদের ৬নং ওয়ার্ডের ধর্মতলা এলাকায় একজন এইমসের চিকিৎসক এসেছেন। তাকে নিয়ে নানা অভিযোগ এসেছে আমার কাছে। তিনি নাকি ভোর বেলা ৪ টায় চেম্বার খোলেন। তারপর নাকি ৯টার মধ্যে চেম্বার বন্ধ করে দেন। পড়ে আমি ডাক্তার বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করি। ফোনও করেছিলাম। কিন্তু তিনি আমার সাথে কথা বলেনি। পড়ে তার অ্যাসিস্ট্যান্ট এর সাথে কথা হয়। পড়ে জানতে পারি তিনি নাকি ভুয়ো ডাক্তার। তারপরে আজ তার চেম্বারে আসি এবং সে কোন মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন তার সারটিফিকেট দেখতে চাই। কিন্ত সে বলে সে নাকি এইমসে ডাক্তারি পড়েছেন। এই এইমসের ডাক্তারের ভার আমি সহ্য করতে না পেরে এসডিও সাথে কথা বলে পরে পুলিশকে ফোন করে ডেকে তাদের হাতে তুলে দেই। সেই কোচবিহার পৌরসভার ১ নং ওয়ার্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেটাও আমি দেখেছি। তাই তাকে পুলিশ নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই ভুয়ো চিকিৎসক রতন সরকার দাবি করে বলেন, আমি এইমস থেকে ডাক্তারি পড়েছি। আমি কোন ভুয়ো ডাক্তার নই। আমার সমস্ত কাগজ পত্র দিয়েছি আপনারা দেখে নেবেন বা গুগলে সার্স করে দেখে নিতে পারবেন। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি।