রাজ্যের পাশাপাশি মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে ধুমধাম সহকারে করম উৎসব পালন করল আদিবাসী কড়া সমাজ।

0
128

নিজস্ব সংবাদদাতা, মালদা—-রাজ্যের পাশাপাশি মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে ধুমধাম সহকারে করম উৎসব পালন করল আদিবাসী কড়া সমাজ। প্রতিবছরের মত এ বছরও জাঁকজমক পূর্ণভাবে পুজো আরচনার মধ্য দিয়ে ভক্তি ও শ্রদ্ধা নিষ্ঠার সাথে প্রকৃতির দেবতার আরাধনা করলেন ভাই ও বোনেরা। মূলত এ পুজোর বিশেষত্ব ভাই ও বোনের মধ্যে ভাতৃত্ববন্ধন এবং ফসল রক্ষা। সোমবার রাতে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের অন্যতম আদিবাসী কড়া সমাজ অধ্যুষিত এলাকা পূর্ববাঞ্ঝাপাড়া, খেরকাটি, তৈলাভাঙ্গি, কইকুড়ি ও সৈয়দপুর এই পাঁচটি গ্রামে মূলত করম পূজো বংশ পরম্পরা রীতি রেওয়াজ মেনে করে আসছেন পূর্বপুরুষেরা। সেই মোতাবেক এই পাঁচটি গ্রামের প্রায় ২০০ টি পরিবার সোমবার রাত থেকে মেজে উঠলেন করম উৎসবে।
স্থানীয় গ্রামের মোড়ল বালু কড়া মুদি জানান, আমাদের কড়া সমাজ প্রকৃতির পূজারী তাই করম উৎসব আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বছরের এই দিনটিকে আমরা জাঁকজমকভাবে সকলেই পালন করি। বিশেষ করে ভাই-বোনেরা তাদের মঙ্গল কামনার্থে এই পুজো করে থাকেন। প্রথমে করম গাছের ডাল মাটিতে পুতে সেখানে শুরু হয় পূজা অর্চনা। পুজো শেষে বোনেরা করম গাছের ডালে লাল পিঠে ও শশা ভাইয়ের মঙ্গল কামনার্থে বাঁধেন। এরপর ধামসা মাদল বাজিয়ে সাথে নাচ গান সহকারে এই দিনটিকে আমরা পালন করে থাকি। তবে করম পুজোর আগে পাঁচ দিন থেকে নিরামিষ থাকেন ভক্তরা তারপর পুজোর দিন উপবাস করে পুজো শেষে উপস ভঙ্গ করে ভাইবোনেরা। তারপর শুরু হয় সারা রাতব্যাপি ঝুমুর নাচ।
তবে এ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি ভাবে আমাদের করম উৎসবকে ছুটি ঘোষণা করায় আমরা খুবই আনন্দিত। কিন্তু সরকারের কাছে আরেকটি আর্জি আমরা রাখবো আর্থিক অনুদানের।