নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সদ্য চালু হওয়া আলিপুরদুয়ার গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজে ক্লাস নিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।শামুকতলা থানার বাকলা এলাকায় অবস্থিত এই ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজে এদিন চলে আসেন পুলিশ সুপার।ক্লাস রুমে ঢুকে ছাত্র ছাত্রীদের সাথে পরিচয় করে গল্পের ছলে ক্লাস নিতে শুরু করেন। মিশে যান বন্ধুর মত। পুলিশ সুপার এদিন ক্লাস নিতে নিতে বলেন জীবনের সাফল্যের মূল চাবি কাঠি পরিশ্রম ।ছাত্র ছাত্রী দের মনোবল বাড়াতে এদিন পুলিশ সুপার বলেন, তোমরা আইআইটি বা এন আই টি তে পড়ার সুযোগ পাওনি বলে কোন সময় ভাববে না তোমরা পিছিয়ে আছো। প্রত্যন্ত এলাকার এই কলেজে পড়েও যদি পরিশ্রম ও একাগ্রতা রেখে চলা যায় তবে আইআইটির ছাত্র-ছাত্রীদেরও টক্কর দেওয়া বড় কঠিন কাজ হবে না। তোমরাই পারবে এই কলেজের নাম কে উজ্জ্বল করতে।শিক্ষক হিসাবে এদিন জেলার পুলিশ সুপার কে পেয়ে রীতিমতো খুশি কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। এদিন পুলিশ সুপারের সঙ্গে ছিলেন শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজে ক্লাস নিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার...