পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুরের ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। এই স্কুলে ওয়ান থেকে ফোর পর্যন্ত ক্লাস হয়। কিন্তু আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে ছোট ছোট ছাত্র ছাত্রীদের। ভগ্নাংশ চেহারা নিয়েছে স্কুল। মাথার ওপর ভেঙে পড়েছে চাঙর, ফাটল ধরেছে দেওয়ালে আর তাতেই দীর্ঘ ১৫ বছরের ওপর ক্লাস করে চলেছে শিশুরা। স্কুলের পেছন দিক থেকে শুরু করে সামনের দিক সম্পূর্ণটাই ভেঙে পড়েছে , দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল। স্থানীয় মানুষদের দাবি এই স্কুল মেরামত নয় নতুন করে তৈরি করা হোক।
স্কুল মেরামতি বা নতুন করে স্কুল ঘর করার দাবিতে বিক্ষোভ দেখায় অভিভাবকরা, এমন কি স্কুলে তালা চাবি লাগিয়ে দেয় ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে স্কুলের এসআই ঘটনাস্থলে আসেন, এবং অভিভাবক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন তিনি। এমনকি মিডডে মিলের রান্না ঘরের মধ্যে জমে রয়েছে জল।
Home রাজ্য দক্ষিণ বাংলা ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা,আতঙ্কের মধ্যে পঠন-পাটন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।