আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হল পথ কুকুরদের জলাতঙ্কের টিকা দিয়ে।

0
146

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ আজ প্রাণিসম্পদ বিকাশ বিভাগ, উত্তর দিনাজপুর এর উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস ও রায়গঞ্জ পিপল ফর এনিমেলসের সহায়তায় রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন এলাকা, ঘড়ি মোর , থানা রোড ,মোহনবাটী বাজার ও মিলন পাড়ার বিভিন্ন এলাকায় সব মিলিয়ে প্রায় ১০০ টি পথ কুকুরদের জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হলো, জলাতঙ্কে প্রতিবছর ভারতবর্ষে প্রায় ২০ হাজার মানুষ মারা যায়। তাই আজকের দিনটাতে জলাতঙ্ক সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসের পক্ষ থেকে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিলি করা হয় । কুকুর কামড়ালে কি করনীয় বা কি করলে কুকুর কামড়াবে না সেই সম্পর্কে লোককে সচেতন করা হয়। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আবারো নেওয়া হবে , কিন্তু এর জন্য পৌরসভা এবং পঞ্চায়েতের সাহায্যের প্রয়োজন। মাত্র ১০০ টি কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দিলে জলাতঙ্ক নির্মূল হবে না ।এর জন্য একটা মাস্টার প্ল্যান দরকার যাতে পৌরসভা ও পঞ্চায়েত এলাকার সব কুকুরদের জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া যায়। তাহলেই রায়গঞ্জ রেবিস ফ্রি হবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর এর সহ অধিকর্তা ডঃ সুমন বিশ্বাস , প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মানিক বসাক , উত্তর দিনাজপুর পিপল ফর এনীম্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়া, তাপস দাস , রাজন শর্মা, অনুস চক্রবর্তী, রোহিত পাসমান সহ অন্যান্যরা।