নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা,পারিবারিক অশান্তিতে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাবার বাড়ির লোকজনের,অসুস্থতার কারণে মৃত বলে দাবি শ্বশুরবাড়ির লোকজনের।দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালাহার গ্রামের ঘটনা,পুরো ঘটনার তদন্তে পুলিশ।
জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম আমেনা খাতুন (২০)স্বামী আমিনুর মোল্লা।
গ্রামবাসী সূত্রে খবর ,তপন থানার মালাহার গ্রামের যুবক আমিনুর মোল্লার সঙ্গে গঙ্গারামপুরের প্রাণ সাগরের যুবতী আমেনা খাতুন দুজনে পালিয়ে বিয়ে করেন প্রায় দেড় বছর আগে ।পরবর্তী সময়ে তারা দুজনেই দিল্লিতে চলে যান।
গৃহবধূর শশুরবাড়ি দাবি,দিল্লিতে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়,যার কিছুদিন পরে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তারা পরে রাস্তায় ওই গৃহবধূ গুরুতর অসুস্থ হয় জেলায় ঢুকেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূর মৃত্যু বলে ঘোষণা করে।
যদিও গৃহবধূর বাবার বাড়ির লোকজনেদের অভিযোগ,তাদের মেয়েকে খুন করেছে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনেরা।
বৃহস্পতিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
বাইট- সাদা জামাতে অভিযুক্ত স্বামীর এলাকার মেম্বার মহম্মদ মজিদুর মোল্লা।