পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-নার্সিং ট্রেনিং এর নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। বিভিন্ন সংস্থার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ পূর্ব বর্ধমান জেলার কালনার ২ নম্বর ব্লকের অন্তর্গত বৈদ্য পুরের নিবাসী অভিরূপ ঘোষের বিরুদ্ধে। জানা যায় অভিরূপ ঘোষ এডুকেশনাল কনসালটেন্সি হিসেবে কাজ করতো, প্রায় ৮ থেকে ৯ বছর যাবৎ। অভিযোগ ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪০ জন যুবক যুবতীর থেকে বাইরে নার্সিং এর কোর্সের এডমিশনের নাম করে বিভিন্নভাবে টাকা টাকা হাতিয়ে নেন অভিযুক্ত অভিরূপ ঘোষ। জানা গেছে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মতো পেমেন্ট করে ছাত্র-ছাত্রীরা। ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা পেমেন্ট করা হয় অভিযুক্ত অভিরূপ ঘোষ কে এমনটাই জানিয়েছেন অসহায় যুবক যুবতীরা। আরো অভিযোগ ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪০ জন ছাত্রছাত্রী কোন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়নি। এমনকি যুবক যুবতীদের অরিজিনাল সার্টিফিকেট ব্যাঙ্গালোর পাঠানোর নামে হাতিয়ে নেয় অভিরূপ ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিযোগ পেয়ে দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি করেছেন।ওই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ