নিজস্ব সংবাদদাতা, মালদা:-মালদায় ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি বছরের জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২১৩ জন। গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১১০ জন। চলতি সপ্তাহে এখনো পর্যন্ত চল্লিশ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া এক নম্বর ব্লক এবং কালিয়াচক তিন নম্বর ব্লকে। ডেঙ্গি মোকাবিলায় টাক্স ফোর্স গঠন করলো মালদা জেলা প্রশাসন। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি আজ থেকে ড্রোন উড়িয়ে জমা জল খোঁজার কাজ শুরু করলো মালদা জেলা প্রশাসন ও পুরসভা। স্কুল এবং নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাক্স ফোর্স। কোন বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।
জানা গিয়েছে,মালদা জেলায় হুহু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে মালদা জেলাকে ডেঙ্গি প্রবন এলাকা বলে ঘোষনা করা হয়েছে। ইংরেজবাজারের চারটি ওয়ার্ড ৭,১২,১৩ ও ২৫ নম্বর ওয়ার্ড ও ১২ গ্রামপঞ্চায়েতকে হটসপট জোন ঘোষনা করা হয়েছে। এরপরই এদিন জরুরী ভিত্তিতে জেলা প্রশাসন বৈঠক ডাকে।সেখানে জেলার দুই পুরসভা সমস্ত কাউন্সিলর, গ্রামপঞ্চায়তের জন প্রতিনিধি সহ স্বাস্থ্য আধিকারিকদের ডাকা হয়।সেখানে জেলা শাসক নীতিন সিংঘানিয়া বক্তব্য রাখত গিয়ে বলেন, হটস্পট এলাকা গুলিতে ড্রোন সার্ভে করা হবে। যাতে কোথাও জল জমা না থাকে। সাতদিন অন্ত্র রিপোর্ট নেওয়া হবে। গ্রামের ক্ষেত্রে বৈঠক করতে হবে।স্কুল গুলিকেও সর্তক করায়ে।জেলার ৩২০০ স্কুলের শিক্ষকদের সর্তক করে পরিস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।ডেঙ্গু মোকাবেলায় সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।পাশাপাশি হটসপট জোনে নজর দারি করা হবে। পাশাপাশি জনপ্রতিনীধিদের কথাও শোনা হয়।