অক্টোবর ২ এবং ৩ তারিখে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ইন্দাস ব্লক সভাপতি সহ তৃণমূল কর্মীরা দিল্লির পথে।

0
122

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাংলার লক্ষ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে দীর্ঘ দু’বছর পাইনি টাকা এই নিয়ে বহু চিঠিপাটি হয়েছে বারবার, গত দু’বছর ধরে দুবার এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু আসেনি টাকা। গ্রাম বাংলার নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের সারা বছরে একটি ভরসার জায়গা ছিল ১০০ দিনের কাজ, যেখান থেকে তারা বছরে বেশ কয়েক হাজার টাকা রোজগার করে সংসার প্রতিপালন করতো কিন্ত কেন্দ্রের বিজেপি সরকার কাজ তো বন্ধ করেছেই উল্টে, পূর্বের কাজের মজুরি টাকা রেখেছে আটকে এছাড়াও আবাস যোজনার টাকাও দেয়নি কেন্দ্র আর এই নিয়ে কেন্দ্র রাজ্যের টানাপোড়েন ক্ষতিগ্রস্ত রাজ্যের মানুষ আর তারই প্রতিবাদে অক্টোবর ২ এবং ৩ তারিখে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অহিংস আন্দোলন আর সেই কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকের ব্লক সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন গতকাল