আর বেশী দিন নেই দুর্গাপুজো, আশায় বুক বাঁধছে ঢাকি’রা।

0
256

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর বেশী দিন নেই দুর্গাপুজো। তবে বর্তমানে ঢাকি দের অবস্থা নিম্নগতি বাড়িতে সংসারের হাল ভাল নয় বাড়ি বসে অন্য কাজ অনেকে আবার জন মজুরি কাজ করে পেটের ক্ষিদে মেটাচ্ছেন । সেভাবে ঢাক বাজিয়ে উপার্জন নেই সারা বছর তাকিয়ে থাকতে হয় দুর্গাপুজো সহ অন্য পূজোর দিকে।অতীতের কথা বলতেই তাদের চোখ চিকচিক করে ওঠে।রানাঘাট হিজুলি এলাকার একশো পরিবার আছে যারা এই পেশার সঙ্গে যুক্ত ঢাকিদের বাস ।মুম্বাই ,দিল্লি, অন্দ্রপ্রদেশ ,হায়দরাবাদ ,কলকাতা কোনো জায়গায় বাদ নেই ,চিত্রতারকর বাড়ি হোক কিংবা গায়কের বাড়ি তারা প্রত্যেক বছর দুর্গাপুজোতে ঢাক বাজাতে যেতেন ভালোই উপার্জন হতো । সে রানী মুখার্জী থেকে কাজল, অভিজিৎ থেকে বাবুলসুপ্রিয় সবার বাড়িতে ঢাক বাজালেও বর্তমানে নানা বাদ্যযন্ত্র ও নানা ধরনের বিকল্প বাজনা হাওয়াতে ঢাকিদের অবস্থা কিছুটা খারাপ পরিস্থিতিতে তাদের অবস্থা বেসামাল হয়ে পড়েছে ।আর এই বছর আশায় বুক বাঁধছে আবার তাদের আশা এই বছর ইতিমধ্যে তাদের বায়না হয়ে গেছে আর দুই একদিন পরই তারা চলে যাবে পূজো মন্ডপগুলিতে। আর তার প্রস্তুতি চলছে জোর কদমে ঢাক ঠিকঠাক যেমন করা হচ্ছে পাশাপাশি তোড়জোড় শুরু হয়েগিয়েছে পূজো মন্ডপ গুলিতে যাওয়ার জন্য ।