পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ডেঙ্গু সচেতনতায় প্রশিক্ষণ শিবির পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এন এক্স হলে। উপস্থিত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা আরও অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শুক্রবার ডেঙ্গি সচেতনতা শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্যগণ সহ সকল পঞ্চায়েত সমিতির সভাপতিরাও। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন রকম সচেতনতামূলক আলোচনা করা হয় শুক্রবারের প্রশিক্ষণ শিবিরে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতির শ্যামাপ্রসন্ন লোহার বলেন ” ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় আজ। পূর্ব বর্ধমান জেলা পরিষদ ডেঙ্গু নিয়ে যথেষ্ট তৎপর। মূলত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১, পূর্বস্থলী ২ , কালনা ১ এবং কালনা ২ ব্লকের ডেঙ্গুর সংক্রমণ বেশি। ডেপুটি সিএমওএইচ ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন,কালনা শহর, কাটোয়া পৌরসভা, বর্ধমান শহরে মেডিকেল কলেজ বাদ দিয়ে দুটো অর্থাৎ মোট চারটি ডেঙ্গু টেস্টিং সেন্টার খোলা হয়েছে। চালু হয়েছে ফিভার ওয়ার্ড। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের হাসপাতালগুলোতে রক্তের স্যাম্পল গ্রহনের সুব্যবস্থা থাকছে। ট্যাগ করে দেওয়া হচ্ছে কোন ব্লকের হাসপাতালের সংগৃহীত রক্ত কোন টেস্টিং সেন্টারে যাবে। জেলায় যত চিকিৎসক আছেন সাথে সাথে যত নার্সিং স্টাফ আছে তাদের তাদের প্রত্যেককে এটা নিয়ে দুইবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডেঙ্গু বিষয়ে। ডেঙ্গু চিকিৎসা পরিষেবার ব্যাপারে আমরা সর্বদা সজাগ আছি”। এছাড়াও তিনি আরও জানান , ডেঙ্গু অভজার্ভার তিনটি সাব-ডিভিশনের জন্য তিনটে করা হয়েছে। অবজারভার টিমে যে সমস্ত ডাক্তারবাবুর থাকছেন তারা ডেঙ্গু সংক্রমক কিছু তথ্য পেলেই সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন এবং আমরা তথ্য পেয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।
Home রাজ্য দক্ষিণ বাংলা ডেঙ্গু সচেতনতায় প্রশিক্ষণ শিবির পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এন এক্স হলে।