নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা গার্লস স্কুল থেকে উদ্ধার হল বিশাল লম্বা একটি সাপ। কিছুদিন ধরেই স্কুল চত্বরে দেখা যাচ্ছিল ওই সাপটিকে। শুক্রবার বিকেলের দিকে দেখা গেলে স্কুল কর্তৃপক্ষ সর্পপ্রেমী নিতাই হালদারকে খবর দেন। তিনি এসে স্কুলের নর্দমা সংলগ্ন শৌচাগার থেকে একটি ৮-১০ ফুটের দাঁড়াস সাপ উদ্ধার করেন নিতাই হালদার। স্কুলের জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। তিনি জানান, স্কুল চত্বর আবর্জনা মুক্ত থাকলে সাধারণত সাপ দেখা যায় না। তাই স্কুল প্রাঙ্গণ সবসময় পরিষ্কার রাখতে হবে।