অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভার্চুয়াল বক্তব্য দেখছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতাকর্মীরা।

0
151

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভার্চুয়াল বক্তব্য দেখছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতাকর্মীরা। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বালুরঘাট পৌরসভার সুবর্ণতট হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভার্চুয়াল বক্তব্য জায়েন্ট স্ক্রীনে প্রদর্শিত হয় তৃণমূলের পক্ষ থেকে। এদিনের এই ভার্চুয়াল বক্তব্য শুনতে সুবর্ণতট হলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার, সহ সভাপতি সুভাষ চাকী, জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার সহ আন্যান্য নেতৃত্ব।

দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান, বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ১২০ জন প্রতিনিধি ইতিমধ্যেই কোলকাতা পৌঁছে গিয়েছেন। পরবর্তীতে জেলার আরো নেতৃত্ব যাবেন। এছাড়াও ঐ একই সময়ে জেলায় একশো দিনের কাজ সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করা হবে।