দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে চার চাকার গাড়ির সঙ্গে টোটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক টোটো চালকের। মৃতের নাম সইদুল মিয়াঁ। শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ২-এর গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের করলা এলাকায়। ওই ঘটনায় এলাকায় প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গিয়েছে, এদিন সকালে নটকোবাড়ি চৌপথি বাজার থেকে একটি টোটো রিক্সা দিনহাটা শহরের দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে চার চাকার একটি গাড়ি দ্রুত বেগে সীমান্তর দিকে যাচ্ছিল। গাড়িটি যখন নটকোবাড়ি চৌপথি বাজার সংলগ্ন এলাকায় যায় সেই সময় টোটো রিক্সাটিকে ধাক্কা দেয়। টোটো রিক্সাটি দুমড়ে মুচরে চার চাকার গাড়িটির নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে ওই টোটো চালক শহিদুল মিয়ার। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গাড়ি দুইটিকেও উদ্ধার করে নয়ারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। চার চাকা গাড়ির চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের দাবি, ওই গাড়িতে গাঁজা পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গাড়িটি টোটোতে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় আহত টোটোচালককে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মন, সামাদ আলী, সুধীর চন্দ্র সেন, মোহম্মদ জাবেদ আলী প্রমুখরা বলেন, চার চাকার ওই গাড়িটি করে গাঁজা নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে গাড়িটি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।