পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পথশ্রীর প্রকল্পের রাস্তা দেখে ঠিকা সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করলেন পূর্ব বর্ধমান জেলাশাসক।
পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের রাস্তা পরিদর্শনে আসেন স্বয়ং জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি, সঙ্গে ছিলেন এসডিও কৃষ্ণেন্দু কুমার মন্ডল, রায়না ২ ব্লকের বিডিও অনিশা যশ। শনিবার রাস্তা পরিদর্শন করে ঠিকা সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করেন জেলা শাসক, এবং রাস্তা থেকে পিচ তুলে আবারও নতুন করে রাস্তা নির্মাণের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য রায়না ২ ব্লকের কাইতি অঞ্চলে মিরপুর বাস স্ট্যান্ড থেকে রামচন্দ্রপুর কালিতলা পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা ৫৯,১০,৮৯৬ টাকা আর্থিক ব্যায়ে নির্মাণ হয় রাস্তাশ্রী প্রকল্পের আওতায়। কিছুদিন যাওয়ার পরই নবনির্মিত রাস্তার পিচ উড়তে শুরু হয়, রাস্তার পিচ উড়তে দেখে কবে ফেটে পড়ে এলাকার মানুষ, অভিযোগ তুলে সরব হন তারা। অভিযোগ পেয়ে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পরিদর্শন করলেও, শনিবার পরিদর্শনে আসেন স্বয়ং জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি।