পূর্ব মেদিনীপুর জেলা আদালত প্রাঙ্গনে আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন।

0
163

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলা আদালত প্রাঙ্গনে আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল শনিবার, এরপর কোর্ট চত্তরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়,এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় যাতে যেখানে সেখানে মল,মূত্র সহ পানির পিক ও নোংরা আবর্জনা যেন না ফেলা হয়, পাশাপাশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের সচেতনতার মূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে জেলা আইনি কর্তৃপক্ষের তরফে, পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলগুলিতে তারা এই স্বচ্ছতার বিষয় নিয়ে ক্যাম্প করতে চলেছে বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,এই দিন উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ সহ অন্যান্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মকর্তারা।