নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এই পুজো সবার! এই পুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকর এবং এই পুজো যারা বঞ্চিত তাদেরও। বাঁকুড়ার সহৃদয় সাংবাদিক আবদুল হাই এর ডাকে সাড়া দিয়ে বর্ধমান জেলার সর্প প্রেমী নিজের জন্মদিন পালন করতে হাজির বাঁকুড়া জেলায়। কি শুনে অবাক হলেন। এ এক আন্তরিক জন্মদিন পালন।জন্মদিন জাঁকজমকপূর্ণ ভাবে পালন না করে দুঃস্থ অসহায় গরীব পরিবারের প্রতিবন্ধী কচিকাঁচাদের হাতে পুজোর নতুন জামা তুলে দিল সর্প প্রেমী অর্নব দাস।বাড়ি বর্ধমানে । বর্ধমান থেকে ছুটে এসেছেন বাঁকুড়া জেলার ইন্দাসের পাহাড়পুর, গোবিন্দপুর, দেড়িয়াচক গ্ৰামে এদিন। সাংবাদিক আব্দুল হাইয়ের ডাকে প্রতি বছর ছুটে আসেন অর্ণব। এই নিয়ে তৃতীয় বার এই অনন্য জন্মদিন পালন।
অর্ণব দাস জানান ” ইন্দাস এর সাংবাদিক আব্দুল দার ডাকে আমরা এসেছি। এর আগেও এসেছি। বঞ্চিত প্রতিবন্ধী বাচ্চারাও যাতে পুজোতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। আব্দুল তার পাশে থাকলে আমরা বারবার আসব।”
আজকাল জন্মদিন পালন মানেই, দামি দামি কেক কেটে সেই কেক নষ্ট করে মাখামাখি করা কিংবা অত্যন্ত জাঁকজমক সহকারে উদযাপন। কিন্তু হায়রে! ভারতবর্ষের কোনায় কোনায় মুখ গুমড়ে পড়ে রয়েছে না খেতে পাওয়া কত বাচ্চা। তাই আমরা সকলে যদি নিজেদের বিশেষ দিনগুলি সাধ্যমত তাদের জন্য কিছু করতে পারি তাহলে হয়ত সব সমস্যার সমাধান না হলেও এইসব বঞ্চিত বাচ্চাদের মুখে এক চিলতে হাসি ফোটানো যাবে। সেটাই করে দেখালেন সর্পপ্রেমী অর্ণব দাস। নিজের জেলা থেকে ছুটে এলেন প্রান্তিক জেলা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে।