নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ – দলীয় পতাকা হাতে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি তাঁর কুশপুত্তলিকা দাহ করলেন বিজেপি নেতা কর্মীরা। রবিবার সিমলাপালের লক্ষীসাগর সেন্টার মোড়ের এই ঘটনায় পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে। ডাঃ সুভাষ সরকার গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত দলের তালডাংরা বিধানসভা মণ্ডল-৩ ও ৪ সভাপতি আলোক মহান্তী ও আলোক বিকাশ হোতার নেতৃত্বে একদল বিজেপি কর্মী বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিয়ে জড়িয়ে পড়েন। লোকসভা ভোটের আগে বাঁকুড়া, শালতোড়ার পর জঙ্গলমহলে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।
যদিও শেষ পর্যন্ত লক্ষীসাগর সেন্টার মোড়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারী বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, সুভাষ সরকার তাঁর নিজের পছন্দের লোকেদের দলে র পদে বসাচ্ছেন। এমনকি দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ডাঃ সরকারের ‘কাজের লোকে’র মতো আচরণ করছেন বলে তারা দাবি করেন।
বিজেপির তালডাংরা মণ্ডল-৪ এর সভাপতি আলোক বিকাশ হোতা এপ্রসঙ্গে বলেন, বাইরে থেকে মদ মাতালদের নিয়ে এসে এই কাণ্ড ঘটানো হয়েছে। দল বিরোধী কাজের জন্য যাদের দল থেকে বহিস্কার করা হয়েছে তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
আর এই ঘটনায় গেরুয়া শিবিরকে আক্রমণের সুযোগ হাতছাড়া করেনি শাসক তৃণমূল। দলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু বলেন, বিজেপির অন্দরে কোন্দল দীর্ঘদিনের। ওই দল জনসমর্থণ হারিয়েছে তাই নিজেরা মারামারি করে প্রাসঙ্গিক হয়ে থাকতে চাইছে। সাংসদকে এলাকায় দেখা যায়না। ফলে গোষ্ঠীদ্বন্দে জর্জিত ওই দল বলে তিনি দাবি করেন।