পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ পূর্ব বর্ধমান জেলা সংস্থা ও দোকান কর্মচারী ইউনিয়ন (CITU ) এর তরফে সাংবাদিক বৈঠক করা হয় রবিবার।
সাংবাদিক বৈঠকে দোকান কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি দেবদুলাল ঠাকুর দোকান কর্মচারীদের বেতন সংক্রান্ত নানান সমস্যার কথা উল্লেখ করেন।
দেবলুলাল ঠাকুর বলেন, বর্ধমান শহরে যেই সমস্ত ছোট ছোট দোকান আছে, যেমন বইয়ের দোকান, জুতোর দোকান, কাপড়ের দোকান সেই সমস্ত দোকানের কর্মচারীদের যে বেতন চুক্তি তাতে বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতি নানা ভাবে টাল বাহানা চালিয়ে যাচ্ছে। আমাদের সংগঠনের যা নিয়মাবলী তাতে বেতন চুক্তির মেয়াদ শেষ হলেই নতুন দাবি পত্র পেশ করি। সেই দাবি পত্র ব্যবসায়ী সুরক্ষা সমিতি সহ লেবার কমিশনের যে দপ্তর সেই দপ্তরেও পাঠাই, কিন্তু নতুন চুক্তির বিষয়ে ব্যবসায়ী সুরক্ষা সমিতি কোনোরকম কর্ণপাত করছেন না, আমরা জেলা শাসক দপ্তর সহ পৌরসভাকেও জানিয়েছি কিন্তু প্রশাসন উদাসীন।