নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- কথায় আছে ” ধর্ম যার যার পুজো সবার ” সেই বৈচিত্রই বিগত ৩৫বছর ধরে দেখতে পাওয়া যায় দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রামে। যেখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে দীর্ঘ এই তিনদশকের উপর এই দুর্গা পুজো করে থাকে। যা এই বাংলার সনাতন পুজোর সম্প্রীতির এক অনন্য নজীর।
গ্রামের বর্তমান পুজো উদ্যোক্তা দুই সম্প্রদায়ের দুই ব্যাক্তি সঞ্জয় চক্রবর্তী ও সৌয়দ রহমত আলী জানিয়েছেন, আগে এই গ্রামে কোন পুজো হতো না।কিন্তু পুজো উপলক্ষে যারা কাজ বা অন্য সুত্রে দুরদুরান্তে থাকতেন তারা ছুটিতে গ্রামে এলেও পুজোতে সামিল হতে না পারায় পুজোর আমেজ ও আনন্দ থেকে বঞ্চিত ও ব্যাথিত হতো।
সেদিকে লক্ষ রেখেই ৩০_ ৩৫ বছর আগে গ্রামের সঞ্জয় রাহা ও খলিশ্রুতের নেতৃত্বে দুই সম্প্রদায়ের মানুষ মিলে এই পুজো শুরু হয়। সেই শুরু তা এখনও দুই সম্প্রদায়ের মানুষজন মিলেই চলে আসছে। চাদা তোলা থেকে প্যান্ডেল গড়া ও অনান্য কাজে হাত লাগানোর মধ্যে দিয়েই দুই সম্প্রদায়ের এই সম্প্রীতির পুজো জেলার মানুষের নজর কেড়ে নিয়েছে। যা এখন সরকারি পর্যায়েও স্বীকৃতি ও সরকারি সাহায্য আদায় করে নিতে সক্ষম হয়েছে বলে তারা জানিয়েছেন।
পাশাপাশি তাদের দাবি পুজো উপলক্ষে এই গ্রামে চারদিন ধরে চলে বিরাট মেলা ও সাংষ্কৃতিক পালা গানের অনুষ্ঠান। যা এই গ্রামের দুই সম্প্রদায়ের মানুষজন মিলে মিশে আনন্দে উপভোগ করেন পুজোর এই চারদিন।
তাই বিসর্জনের ঘন বেদনার মধ্যেও দুই সম্প্রদায়ের মানুষজন তাকিয়ে থাকে আগামী বছর মা দুর্গার আগমনের দিকে।