জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পৌরসভার ১৭০ বছর পূর্তি উদযাপন।

0
93

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শান্তিপুর পৌরসভার ১৭০ বছর পূর্তি উপলক্ষে শান্তিপুর পৌরসভা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক রৌনক আগরওয়াল, এস ডি পি ও প্রবীর মন্ডল, বি ডি ও সাবির আহমেদ মোল্লা এবং অনুষ্ঠানের সভাপতি পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ শান্তিপুর পৌরসভার কাউন্সিলর গণ। জেলাশাসক এস অরুন প্রসাদ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন এখানে এসে জানলাম, পশ্চিমবঙ্গে দার্জিলিং পৌরসভা স্থাপিত হওয়ার পর দ্বিতীয় পৌরসভা এটি।
উল্লেখ করা যায় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত শান্তিপুর পৌরসভা অবিভক্ত বাংলার দ্বিতীয় পৌরসভা। ব্রিটিশ শাসনকালে ১৮৫৩ সালের ১লা অক্টোবর ঈশ্বর চন্দ্র ঘোষাল এর সভাপতিত্বে চালু হয় শান্তিপুর পৌরসভার কার্যক্রম।
সকালে শান্তিপুর পৌরসভা থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা শান্তিপুর শহর পরিক্রমা করে। আর বিকেলে মূল অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে পৌরসভার সভাপতি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মিড ডে মিলের স্টোর রুমের শিলান্যাস করেন। এরপর উদ্বোধনী সঙ্গীত, অতিথিবরণ, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে চলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জি।