পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– সারা দেশের সাথে পশ্চিম মেদিনীপুর জেলা বিচার বিভাগ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে স্বচ্ছতা-হি-সেবা অর্থাৎ পরিচ্ছন্নতা-ই সেবা নামের কর্মসূচি যথাযোগ্য মাধ্যমে পালিত হল সোমবার । জানা গিয়েছে গত ১৫ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয় আর শেষ হল আজ ২ ই অক্টোবর। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান অমিত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ সহ জেলা আদালতের অন্যান্য বিচারকগণ। এছাড়া কর্মসূচি টিতে অংশ গ্রহন করেন জেলা আইনি কর্তৃপক্ষের আইনি সহায়ক, কর্মচারিবৃন্দ সহ কয়েক জন আইনজীবী এবং মেদিনীপুর পৌরসভার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মচারীরা। আদালত ক্যাম্পাস পরিচ্ছন্নতার কর্মসূচির মাধ্যমে সমাজে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এই দিনগুলিতে আগত লোকজনদের বার্তা দেওয়া হয়। সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ গ্রহণকারী পৌরকর্মীদের আজ শেষ দিন পুরস্কৃত করার পাশাপাশি যথাযোগ্য সম্মান জানানো হয় পৌরসভার তরফে । পুরস্কারগুলি অংশ গ্রহণকারী কর্মীদের হাতে তুলে দেন জেলা ও দায়রা বিচারক তথা কর্তৃপক্ষের চেয়ারম্যান অমিত চক্রবর্তী।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিম মেদিনীপুর জেলা বিচার বিভাগ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে...