এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্ডিয়া আয়োজিত রাজারহাট নারায়ণপুর অঞ্চলে “স্বচ্ছতাই সেবা” কর্মসূচি পালন।

0
1581

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- এস ও এস চিলড্রেন’স ভিলেজ ইন্ডিয়া ১-অক্টোবর ২০২৩ তারিখে রাজারহাট নিকটবর্তী নারায়ণপুর অঞ্চলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন গণ সংগঠন প্রতিনিধি, সংস্থার পারিবারিক স্বশক্তিকরণ প্রকল্পের উপভোক্তা স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যাবৃন্দ ও শিশু পঞ্চায়েত সদস্য-দের নিয়ে “স্বচ্ছতাই সেবা” কর্মসূচি পালন পালন করে। এই কর্মসূচিতে স্থানীয় আবর্জনা পরিষ্কার, এলাকার শিশু পার্ক পরিষ্কার করা ছাড়াও রামনগর ইউনাইটেড ক্লাবের সদস্যদের সমর্থন ও উপস্থিতিতে পদযাত্রার মাধ্যমে নাগরিকদের মধ্যে স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন বিষয়ে সচেতন করা হয়।উল্লেখ্য, এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্ডিয়া ২০১৪ সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশনের নবম বার্ষিকীর স্মরণে দেশব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্থার মুখ্য কার্য নির্বাহী আধিকারিক শ্রী সুমন্ত কর এই অনুষ্ঠানে সমস্ত অংশগ্রহনকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন ” এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্ডিয়া সংস্থার উন্নয়নমূলক কর্মকান্ডে শিশুদের জন্য স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। শৈশব কাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি শুধুমাত্র তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

এই লক্ষ্যের প্রতি সন্মান জানিয়ে ‘স্বচ্ছতাই সেবা’-এর বার্তাকে প্রসারিত করতে এবং ‘আবর্জনামুক্ত ভারত’-এর ভাবনাকে প্রচার করার জন্য মিশনের প্রচারাভিযানের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে, এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্ডিয়ার প্রতিনিধি ও উপভোক্তারা সক্রিয়ভাবে স্বচ্ছতার জন্য শ্রমদানে নিযুক্ত হয়ে দিবসটি পালন করেন।

ছিল, যেখানে প্রোগ্রামের অংশগ্রহণকারীরা, পরিচর্যাকারী এবং সহকর্মীরা বাহিনীতে যোগ দিয়েছিল পাবলিক স্পেস পরিষ্কার করা এবং স্বাস্থ্যবিধি ও স্যানিটেশনের গুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।