জাতীয় সড়ক সারাইয়ে হাত লাগালো পুলিশ।

0
161

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হামেশাই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে বীরভূম জেলার সদাইপুরের পুলিশকে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। এবার জাতীয় সড়ক সারাইয়ে হাত লাগাল সদাইপুর থানার পুলিশ। জানা যায়, সদাইপুর থানার বাঁধেরশোল মোড়ের কাছে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক বক্রেশ্বর ব্রিজ হয়ে চলে গিয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে এই সড়ক ধরে। কিন্তু বিগত কয়েকমাস ধরে জাতীয় সড়কে থাকা ব্রিজের বেহাল দশা। এই সড়কে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে। ফলে এই রাস্তায় যানজটে পরিণত হচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবুও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হুঁশ ফিরছে না। তাই এবার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে ব্রিজের খারাপ রাস্তা গুলোতে ইট দিয়ে সারাই করা হচ্ছে। আর তাতে হাত লাগাল সদাইপুর থানার পুলিশ। কারণ ব্রিজের রাস্তা একেবারে খানাখন্দে পরিণত হয়েছে। এর ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।