ডেঙ্গি রোধে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মালদার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি।

0
274

নিজস্ব সংবাদদাতা, মালদহ: ডেঙ্গি সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদায়। মঙ্গলবার দুপুরে ডেঙ্গি রোধে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মালদার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি। ডেঙ্গি নিয়ে ব্লকের স্বাস্থ্য কর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দফতরের দাবি,জেলাতে প্রায় ১৩০০রোগী ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন। গত,তিন সপ্তাহে সব চেয়ে বেশি রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাই রক্ত পরীক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের একাধিক কর্মী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এদিন ডেঙ্গি নিয়ে মালদা মেডিক্যাল ও ব্লকের স্বাস্থ্য কর্তাদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন জেলার স্বাস্থ্য কর্তারা।