প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পতিরাম প্রণবানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল বৃত্তি পরীক্ষা।

0
157

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও আঠারোটি সেন্টারে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই পরীক্ষা চলবে। আজ সকাল থেকেই আকাশে ঘন মেঘ জমে কিছুক্ষণ পর ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিকে উপেক্ষা করেই পরীক্ষা দেবার নেশায় প্রায় ৯৫ শতাংশ পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছে বলে জানা গেছে। এদিন আমরা সেন্টারে গিয়ে জেনেছি সকাল সাড়ে সাতটায় পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু সাতটা থেকে প্রবল বর্ষণে অনেক পরীক্ষার্থী কাকভেজা হয়ে সেন্টারে পৌঁছে যায়। নির্ধারিত সময়ে প্রায় সকল পরীক্ষার্থীরা পৌঁছে যায়। সেন্টার ইন চার্জ দিব্যেন্দু বসাক জানিয়েছেন আমাদের সেন্টারে মোট পরীক্ষার্থী ২৪৪ জন তার মধ্যে ১০ জন পরীক্ষার্থী আজ অনুপস্থিত রয়েছে। হয়ত আগামীকাল তারা উপস্থিত হবে। এখানে ঊনিশটি বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দূরদূরান্তের অনেক শিশু পরীক্ষার্থী যথাসময়ে সেন্টারে এসে পৌঁছেছে। অসুস্থতা বা বিশেষ অসুবিধার জন্য গুটিকয়েক পরীক্ষার্থী আসতে পারেনি। আজকে মাতৃভাষার পরীক্ষা ছিল, সকলেই পরীক্ষা দিয়ে খুব আনন্দিত।

পরীক্ষার্থী সুরশ্রী সরকার, শ্রীতমা মুখার্জি জানিয়েছে আবহাওয়া খারাপ হ‌ওয়া সত্ত্বেও আমরা খুব সকালেই পরীক্ষা দিতে চলে আসি। একটু ভিজে গিয়েছিলাম জন্য মন খারাপ লাগছিল কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র খুব সহজ হয়েছে এবং সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি জন্য খুব আনন্দ লাগছে।

খারিজুল মন্ডল নামে এক অভিভাবক জানিয়েছেন আগে এই বৃত্তি পরীক্ষা ১২ কিলোমিটার দূরে বালুরঘাটে গিয়ে দিতে হতো। ফলে সব পরীক্ষার্থীদের ইচ্ছা থাকলেও অংশগ্রহণ করতে পারতো না। কিন্তু দিব্যেন্দু বাবুর প্রচেষ্টায় পতিরামে আবার সেন্টার হয়েছে জন্য অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।