নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাস পণ্ডের কাছে বিক্ষোভ শ্রমিক ও তাদের পরিবারের লোকজনদের। আন্দোকারীদের দাবি দীর্ঘ ১২ বছর ধরে অ্যাস পণ্ডের ঠিকাশ্রমিক হিসেবে গার্ডের কাজে নিযুক্ত তাঁরা, প্রথম থেকেই তারা মজুরি হিসেবে পান মাত্র ৫হাজার টাকা। কিন্তু মাত্র ৫ হাজার টাকায় বর্তমান দিনে সংসার চালানো অসম্ভব। তাই তারা আজ অ্যাস পণ্ডের নীচে শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হন। তাদের পরিচয় পত্র, মেডিক্যাল , পিএফ সহ একাধিক বিষয় দেওয়ার দাবি করেছেন। তাদের আরো দাবী দায়িত্ব থাকা সংস্থা CMAT কে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
অন্যদিকে এবিষয়ে MTPS এ দায়িত্ব থাকা সংস্থা CMAT এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের প্রতিক্রিয়া মেলেনি।