পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা, বিভিন্ন জলাশয় গুলিতে জল বেড়ে যাওয়ার কারণে একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি একাধিক বাড়িতে ঢুকেছে জল, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় কেলেঘাই নদীর বাঁধ এখনো পর্যন্ত সুরক্ষিত থাকলেও একাধিক এলাকায় ঢুকেছে জল, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, ইতিমধ্যেই ব্লক প্রশাসনের উদ্যোগে একাধিক পরিবারকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে এখনো পর্যন্ত ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে এখনো সুরক্ষিত রয়েছে কেলেঘাই নদীর বাঁধ।
Home রাজ্য দক্ষিণ বাংলা অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন পটাশপুর,নিরাপদ জায়গায় একাধিক পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে...