আবারো অনলাইনে লেনদেনে প্রতারণার শিকার হলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক।

0
111

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-আবারো অনলাইনে লেনদেনে প্রতারণার শিকার হলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা এলাকার এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের একাউন্ট থেকে বেশ কয়েক দফায় প্রায় এক লক্ষ ৩৫ হাজার টাকা ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে প্রতারণার অভিযোগ ওঠে। ওই অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। অভিযোগ যে বালুরঘাট ব্লকের বাহিচা এলাকার একটি সরকারি ব্যাংকে ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের একাউন্ট রয়েছে গতকাল তিনি দেখতে পান তার একাউন্ট থেকে ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে তার একাউন্ট থেকে বেশ কিছু টাকা তুলে নেওয়া হয়েছে। এমনকি তিনি কাল তার অ্যাকাউন্টটি ব্যাংক ম্যানেজারের মাধ্যমে লক করতে গেলে ব্যাংক ম্যানেজারের সামনেও সেই সময় প্রতারকরা আবার ৫০ হাজার টাকা তুলে নেয় বলে অভিযোগ। আর এই অভিযোগেই তিনি আজ সাইবার ক্রাইম থানার দারস্থ হলেন।