পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– ২০১৯ সালে নবমীর রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা এলাকায় তৎকালীন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা কুরবান শা খুন হয়। কুরবান শা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁশকুড়ার নেতা আনিসুর রহমানকে। কুরবান হত্যার মূল সাক্ষী শেখ ইমরান আলীকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে মুজিবর সহ ছয় জনের বিরুদ্ধে। সেই সময় তিন জন ছাড়া পায়। বাকি ৩ জনের তল্লাশি চলে, কুরবান হত্যার মূল সাক্ষী শেখ ইমরান আলী বলেন প্রায় ৬-৮ বার ওয়ারেন্ট থাকা সত্ত্বেও আসামিরা পলাতক বলে রিপোর্ট জমা দেয় পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক, এরপর ইমরান আলী পুনরায় তমলুক সি জি এম কোর্টে গিয়ে ওয়ারেন্টে থাকা আসামিরা যে পাঁশকুড়াতে রয়েছে তার ভিডিও ফুটেজ জমা দেয়।ভিডিও দেখা যায়, ২৯ শে জুলাই ২০২৩ পাঁশকুড়ার একটি মঞ্চে পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার, এসডিপিও সাকিব আহমেদ ও ইমরান শা এর অপহরন কারী মুজিবর রহমান বসে রয়েছে। এরপর সি জি এম কোর্টে পুলিশ সুপার পাঁশকুড়া থানার আইসি ও এসডিপিও বিরুদ্ধে পূন তদন্তের নির্দেশ দেয় ১৪ আগষ্ট,, তার পরেই গতকাল রাত্রে। নাটকীয় ভাবে পাঁশকুড়া বিডি অফিস চত্বর থেকে তৃণমূলের টাউন
কিষান ক্ষেতমজুর সেলের সম্পাদক মুজিবর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। আর আজ পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক জানান কুরবান খুনের ঘটনায় সাক্ষীকে অপহরণ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, বাকি দুজনের তল্লাশী চলছে।। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়। যদিও তৃণমূল কংগ্রেস করার জন্য তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন অভিযুক্ত আসামি মুজিবর রহমান।
Home রাজ্য দক্ষিণ বাংলা কুরবান শা হত্যার মূল সাক্ষী ইমরান আলীকে অপহরণ করার অভিযোগে পাঁশকুড়া থেকে...