পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গিরিরচক গ্রামের বাসিন্দারা দীঘা থেকে সাঁতরাগাছী গামি চলন্ত এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের জোরে প্রায় ৪৫ মিনিট ধরে আটকে যায় দীঘা সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেন। বিক্ষোভের কারণ নন্দকুমার রেল স্টেশন ও লবন সত্যাগ্রহ রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে রেল লাইনের নিচে জল যাতায়াতের জন্য একটি ক্যানাল ছিল। মাস খানেক আগে রেললাইনের মধ্যে ফাটল দেখা দেওয়ায় রেল কর্তৃপক্ষ সেই কেনাল বন্ধ করে দেয়। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নন্দকুমার এলাকার গিরিরচক সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম। তাদের দাবি পোলের রাস্তা বন্ধ থাকার ফলে বৃষ্টির জল কোন ভাবেই বেরোতে পারছে না গ্রাম গুলি থেকে। ব্যাপক জল যন্ত্রণায় ভুগছে এলাকাবাসী৷ এলাকাবাসীর দাবী, এর আগে খড়গপুর রেল ডিভিশনের উচ্চ আধিকারিকে বিষয়টি জানানো হয়ে ছিল। কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি৷ তাই বুধবার গ্রামবাসী৷ বাধ্য হয়ে এই রাস্তা অবলম্বন করেছেন। সরব হয়েছেন রেলের বিরুদ্ধে। পরে ঘটনা স্থলে উপস্থিত হয় নন্দকুমার থানার প্রশাসন ও রেলওয়ে প্রশাসন৷ তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা পর দীঘা থেকে সাঁতরাগাছি গামি ওই এক্সপ্রেস ট্রেনটিকে ছাড়া হয়। আপাতত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷
Home রাজ্য দক্ষিণ বাংলা জল যন্ত্রণায় সাঁতরাগাছি চলন্ত এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ গিরিরচক গ্রামবাসিদের।