তৃণমূলের একাধিক সাংসদ ও মন্ত্রীদের আটক করার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নামলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি।

0
121

নিজস্ব সংবাদদাতা, মালদা:- দিল্লির কেন্দ্রীয় কৃষি মন্ত্রক দপ্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক সাংসদ ও মন্ত্রীদের আটক করার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নামলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি। মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠনের। বুধবার সংগঠনের উদ্যোগে দিল্লির সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা। এই বিষয়ে সংগঠনের মালদা জেলার সভাপতি চিরঞ্জিত মিশ্র, দিল্লিতে বকেয়া ১০০ দিনের টাকা চাইতে গিয়ে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদদের আটক করে দিল্লি পুলিশ। এরই প্রতিবাদে আমাদের আন্দোলন।