দিল্লিতে অভিষেক সহ একাধিক নেতৃত্বকে আটক করার প্রতিবাদে চন্দ্রকোনারোডে রাস্তা অবরোধ করলো যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ।।।

0
143

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি সহ একাধিক দাবিতে দিল্লি অভিযান শুরু করেছে রাজ্য তৃনমূল, মঙ্গলবার বিকেলের পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে আটক করল দিল্লি পুলিশ,এইদিন রাত্রি ১০ টা নাগাদ তারই প্রতিবাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখালো যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা,এই দিন কার্যত রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা,পাশাপাশি এই দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়, তবে এই প্রতিবাদ কর্মসূচিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতাহীন ছিল বিশাল পুলিশ বাহিনী।