নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূলের।

0
101

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের এমপি বিধায়কদের আটকের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সারা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূলের। এদিন জেলার পাশাপাশি নদীয়ার শান্তিপুরের রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গিরিরাজ সিংহের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের। তৃণমূল নেতৃত্বদের দাবি, রাজ্যের বকেয়া টাকা একশো দিনের কাজের টাকা সহ সাধারণ মানুষের হকের টাকা চাইতে যাওয়া হয়েছিল দিল্লিতে। সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদে সামিল হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের এমপিও বিধায়করা। আর সেখানে দিল্লী পুলিশের অমানবিক ব্যাবহার, ও অহেতুক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাশাপাশি বাংলার হাজার হাজার মানুষের প্রতিবাদে ভয় পেয়েছে নরেন্দ্র মোদি। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও তৃণমূলের বিধায়কদের আটক করে পেশির জোর খাটানোর চেষ্টা করছে কেন্দ্র আমরা এর তীব্র ধিক্কার জানাই কেন্দ্র সরকারের এই স্বৈরাচার আমরা শেষ থেকে ছাড়বো।