পটাশপুর-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– নদী উপচে হু হু করে জল ঢুকছে দুই জেলায়। বাঘুই নদীর জলে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম। এক দিকে রবিবার রাত থেকে টানা বর্ষণ অন্য দিকে পড়শি রাজ্যে ভারী বৃষ্টির ফলে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে ফলস্বরূপ বাগুই ও কেলেঘাই নদী উপচে জল ডুকছে পটাশপুর ১ নং ব্লকের চকগোপাল প্রদিমা সহ বহু গ্রামে। নদীর জলে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন এলাকা বাসীরা। বেশ কিছু মাটির বাড়িতে জল ঢুকে গেছে। রাস্তাঘাট চলে গেছে জলের তলায়। ডুবে গেছে বহু পুকুর। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। ইতি মধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে শুরু করেছে অন্যের বাড়িতে বা উঁচু জায়গায়। প্রশাসনের তরফে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির। আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন পটাশপুরের মানুষ জন।