পাঁশকুড়ার ডমঘাটে কংসাবতী নদীর উপরে থাকা বাঁশের সেতু জলের তরে ভেঙে যাওয়ায়,নৌকা ছিল ভরসা,প্রশাসনের তরফে তাও বন্ধ করে দেওয়ায় ক্ষোভ

0
158

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– কংসাবতী নদীতে জল বাড়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভা এলাকার ডমঘাট বাঁশের সেতু ভেঙে যায় সেখানেই সকাল থেকে যাতায়াত করছিল নৌকো। প্রশাসন এসেছে সেই নৌকোর বন্ধ করে দেওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করেন। পাঁশকুড়া থানা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে আমরা কংক্রিটের সেতু দাবি করেছি তবে নদীতে বাঁসের সেতু ভেঙ্গে যাওয়ার কারণে লৌকয় যাতায়াত করছিল সাধারণ বাসিন্দারা। তবে দুপুরের পাঁশকুড়া থানার পুলিশ এসেছে সেই নৌকোর পারাপার বন্ধ করে দেয়। আমাদের যাতায়াতের খুব অসুবিধা তাই আমরা অবরোধ করেছি।