সিকিমের মঙ্গান এলাকায় ক্লাউট বাস্ট হওয়ার ফলে ও সাথে সাথে প্রবল বৃষ্টির দরুণ , উত্তর সিকিমের দিকচু , চুংথাং দেম জলে প্লাবিত ।

0
126

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-সিকিমের মঙ্গান এলাকায় ক্লাউট বাস্ট হওয়ার ফলে ও সাথে সাথে প্রবল বৃষ্টির দরুণ , উত্তর সিকিমের দিকচু , চুংথাং দেম জলে প্লাবিত ।

পাশাপাশি সিংতামের ইন্দ্রেনি ফুড ব্রিজ জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে ।

এই মুহূর্তে সেবক থেকে সিকিম যাওয়ার যে রাস্তাটি পুরোপুরি বিচ্ছিন্ন ।

তিস্তা নদীতে জলের উচ্ছ্বাস , তিস্তা বাজারের রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো নদীর বক্ষে চলে গেছে বহু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে তিস্তা বাজার এলাকায় ।

কালিঝরা এনএইচপিসি ডাম ওভার ফ্লো এবং এলাকার মানুষ দের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তিস্তার তিস্তা নদীর সাথে সংলগ্ন ২৭ মাইল ২৯ মাইল মানুষদেরকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে । বহু দোকান ঘর ওই এলাকায় জলে ডুবে প্লাবিত হয়ে গেছে

ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা প্রশাসন সতর্কতা অবলম্বন করেছেন এবং তিস্তা নদী সংলগ্ন গ্রামের মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জেলাশাসক জলপাইগুড়ি ।

এই জলের উচ্ছ্বাসের ফলে বাংলাদেশের বহু অঞ্চল জলের তলে ভেসে যাওয়া সম্ভাবনা রয়েছে ।