নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার রানাঘাটের সেনকো গোল্ড সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর থেকেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, কিন্তু আতঙ্ক কাটেনি স্বর্ণ রুপা ব্যবসায়ীদের মধ্যে। যদিও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এদিন স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কমুক্ত করতে এক আলোচনা সভার আয়োজন পুলিশ প্রশাসনের। বুধবার নদীয়ার শান্তিপুর থানায় স্বর্ণ ব্যবসায়ীদের আলোচনা সভায় উপস্থিত থাকতে দেখা যায় প্রচুর সংখ্যক স্বর্ণ রূপা ব্যবসায়ীদের। আলোচনা সভার শেষে শান্তিপুর বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক নবকুমার দত্ত বলেন, শুধু রানাঘাট নয় জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকান গুলিতে যেভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে তাতে যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে তারা। এছাড়াও নিরাপত্তা হীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসন তাদের নিয়ে যে আলোচনা সভার আয়োজন করেছে তাতে আমরা খুবই খুশি। আগামী দিনে যাতে আর কোন সোনার দোকান ও ব্যবসায়ীর সাথে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং স্বর্ণ ব্যবসায়ীরা যাতে নিরাপত্তা পায় সেই আর্জি করা হয়েছে প্রশাসনের কাছে।