জলের স্রোত বইছে পটাশপুর-বালিচক রাজ্য সড়কের ওপর,বনধের মুখে চলেছে যানবাহন।

0
169

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আবহাওয়ার সামান্য উন্নতি হলেও জল যন্ত্রণায় ভুগছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বাসী। কয়েকদিনের টানা বর্ষণ ও একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে কেলঘাই ও বাঘুই নদী। জলের স্রোত বইছে পটাশপুর-বালিচক রাজ্য সড়কের ওপর দিয়ে। পটাশপুর ১ নম্বর ব্লকের নৈপুর লক্ষীবাজার থেকে প্রায় দেড়শ মিটার পটাশপুর-বালিচক রাজ্য সড়কের ওপর এক হাঁটু জল। বাস লরি ও বড় বড় গাড়ি চলাচল করলেও প্রায় বন্ধ ছোট ছোট গাড়ি চলাচল। গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের ওপর দিয়ে জলের স্রোত বয়ে চলায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। ফলে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে তাদের।