নদিয়ার নবদ্বীপে চিকিৎসার গাফিলততে প্রশুতি মহিলার মৃত্যুর অভিযোগে মৃতদেহ নিয়ে বিক্ষোভ মৃতের পরিবারের, ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ।

0
147

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মৃত মহিলার নাম দীপা মিশ্র, বয়স আনুমানিক ২২ বছর। পরিবার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর নবদ্বীপের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় প্রসূতি মহিলাকে। সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পুত্র সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়।অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নদিয়ার রানাঘাটে অন্য একটি বেসরকারি নাসিং হোমে ভর্তি করা হলে গত ৩ অক্টোবর আনুমানিক ভোর ৪ টে নাগাদ মৃত্যু হয় প্রসূতি মহিলার। রানাঘাটের বেসরকারি নার্সিংহোম থেকে মৃতের পরিবারকে জানানো হয়, মৃত মহিলার শরীরের কোনও অর্গান সিজার করার সময় কাটা পড়েছে, তার ফলেই এই ঘটনা।মৃতের পরিবারের অভিযোগ, নবদ্বীপের ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার রাত আনুমানিক ন” টা নাগাদ, নবদ্বীপের ঐ বেসরকারি নার্সিংহোমের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার সহ আত্মীয়স্বজনেরা। তাদের দাবী অবিলম্বে নার্সিংহোম কতৃপক্ষ এবং অভিযুক্ত ওই চিকিৎসককে সামনে এসে জবাব দিতে হবে যে কেন এ ধরনের ভুল চিকিৎসা করা হল। এছাড়াও মৃতের পরিবারের দাবি, সঠিক তদন্ত করে অভিযুক্তদের যথাযথ শাস্তি দিক প্রশাসন।যদিও এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ভোররাতে মৃতদেহ সৎকার করে পরিবার।