জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রোদ উঠলেই পুরোদমে কাজ শুরু হবে মনে করছেন পালপাড়ার মৃৎশিল্পীরা।কয়েক দফায় লাগাতার বৃষ্টির কারণে নতুনভাবে অর্ডার নিয়ে মৃৎ শিল্পীদের অবস্থা দারুন সোচনীয়। লাগাতার বৃষ্টির জন্য প্রতিমা শুকনো বা রং করা নিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। কারন বেশ কয়েকদিন থেকে লাগাতার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। বেশ কয়েকটি প্রতিমার কাজ অর্ধেক হয়ে আছে । বৃষ্টির জন্য কাজ সম্পন্ন করতে পারছেন না। তারা বলেন কয়েকটি প্রতিমার কাজ ঠিকভাবে সম্পন্ন হলেও বেশির ভাগ প্রতিমার কাজ অর্ধেক করে রাখা হয়েছে। শুকানো বা রং করার জন্য দরকার রোদের। কিন্তু সেই রোদের দেখা এখনো মিলে নাই। ফলে দারুন দুশ্চিন্তার মধ্যে রয়েছি আমরা ।এখন আশা রোদ উঠলেই আমাদের কাজ আবার পুরোদমে শুরু হবে। তবে দুশ্চিন্তার মধ্যে রয়েছি এখনো।
Home রাজ্য উত্তর বাংলা প্রতিমার অর্ডার নিয়ে বিপাকে পাল পাড়ার মৃৎশিল্পীরা ।তাই এখন রোদের আশায় দিন...