পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – মর্মান্তিক পথ দুর্ঘটনা শহর বর্ধমানের ১৭ নম্বর ওয়ার্ডের খাজা আনোয়ার বেড় এলাকায় । জানা গেছে খাজা আনোয়ার বেড় হাই স্কুলের উল্টোদিকে শ্রীনাথ ট্রাভেলস এর পার্কিং অবস্থিত। দীর্ঘদিনের পার্কিং সেটি। বৃহস্পতিবার পার্কিং থেকে গাড়ি বের করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্মরত অবস্থায় পিস্ট হয় এক মহিলা পাশাপাশি আরো একজনের পায়ের উপর দিয়ে চলে যায় গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ভর্তি করা হয়, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে দুর্ঘটনায় পিষ্ট হয়ে যাওয়া মহিলার নাম সুমিত্রা কোলে এবং অপর একজন তিনি হলেন প্রশান্ত রুইদাস।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান থানার পুলিশ। আটক করা হয় ঘাতক গাড়িটি- কে।
পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১৭নম্বর ওয়ার্ডের পৌরমাতা রুপালি কৈবর্ত। ঘটনার তদন্ত পাশাপাশি উপুযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় পৌরমাতা।
ঘটনার পরই বিক্ষোভে ফেটে পরে স্থানীয়মানুষজন। দাবি জানানো হয় অবিলম্বে পার্কিং সরিয়ে ফেলার।
Home রাজ্য দক্ষিণ বাংলা মর্মান্তিক পথ দুর্ঘটনা শহর বর্ধমানের ১৭ নম্বর ওয়ার্ডের খাজা আনোয়ার বেড় এলাকায়...