মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনার মৃত্যু হল একজনের।

0
132

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পথ দুর্ঘটনার মৃত্যু হল একজনের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। মৃত ওই যুবক ভুটানের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জয়গাঁ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি ছোটো মালবাহী গাড়ি। শিলিগুড়িগামী একটি ট্রাককে ওভারটেক করতে যায় গাড়িটি। সেইসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই সময় শিলিগুড়িগামী ট্রাকটির চালকও নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে নীচে পড়ে যায়। এদিকে মালবাহী ছোটো গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।